প্রকাশ: ১৭ জুন ২০২০, ২৩:৪৫
বরিশাল বিভাগের ৬ জেলায় কোভিড-১৯ (করোনা ভাইরাস) শনাক্তের সংখ্যা ১ হাজার ৬৬৯ জন। যার মধ্যে নগরীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। আক্রান্তের প্রায় অর্ধেকই বরিশাল নগরীর বাসিন্দা। একই সঙ্গে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৮ জন। পুরো বিভাগে মারা যাওয়া ৩৩ জনের মধ্যে বরিশাল নগরীর মারা যাওয়ার সংখ্যাও এক-চর্তুথাংশ প্রায়। এমন পরিস্থিতিতে নগরীর ৩০টি ওয়ার্ডের ২৭টিকেই ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। তবে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে গতকাল জরুরি বৈঠক করেছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ । সেখানে সকল ওয়ার্ডেরর কাউন্সিলর ও ওয়ার্ড আ,লীগের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বৈঠকে লকডাউন কার্যকর করতে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। তবে লকডাউনের বিষয়ে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছে সূত্রটি।
সূত্রমতে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ‘রেড জোন’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষিত এলাকার ম্যাপ পাঠানো হয়েছে। পাশা-পাশি ঢাকা থেকে দেয়া জরুরি বার্তায় ‘রেড জোন’ এ লকডাউনের ব্যাপারে নির্দেশ দেয়া হয় সিভিল সার্জনকে। সেরকম প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। তবে কবে নাগাদ রেড জোন লকডাউনের আওতায় আসবে, সে ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা আলোচনা করছেন বলে জানা গেছে। কেননা একত্রে ২৭টি ওয়ার্ডে লকডাউন কার্যকর করা সময় সাপেক্ষ।
তাই প্রাথমিকভাবে নির্দিষ্ট একটি এলাকা “লকডাউন” করব। ওই নির্দিষ্ট এলাকার লকডাউনকালীন উদ্ভূত সব পরিস্থিতি দেখে পরবর্তিতে পর্যায়ক্রমে লকডাউনের আওতা বাড়ানো হবে।উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।