প্রকাশ: ১২ জুন ২০২০, ১৮:৩
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল ইসলাম জানান, এই মুহুর্তে রাজাধানীতে সরকারি হাসপাতালে সচল আইসিইউ আছে ১৩৭টি। তার কথার সূত্র ধরে কোভিড-১৯ নির্ধারিত হাসপাতালগুলোর পরিচালক ও কর্মরতাদের সঙ্গে কথা হয়। তারা নিজেদের হাসপাতালের আইসিইউয়ের অবস্থা জানান। পরে খোজ নিয়ে জানা যায়, লোকবল ও যন্ত্রাংশের অভাবে বন্ধ আছে ৭৩টি আইসিইউ।
[৫] মহানগর হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ রয় জানান, যন্ত্রপাতি না দিলে কিভাবে চালাবো আইসিইউ। স্বাস্থ্য অধিদপ্তারের হাসপাতাল পরিচালক তাকে জানিয়েছেন যন্ত্রাংশ নাই। এখানে ৫টি আইসিইউ আছে হিসেব দেখালেও মূলত আইসিইউ সচল নেই।