প্রকাশ: ২১ মে ২০২০, ৩:১৮
করোনা ভাইরাসে শরীয়তপুরে লকডাউন চলায় কর্মহীন হয়ে পরেছে কাগদী গ্রামের অনেক মানুষ। সেই অসহায় মানুষ গুলোর কথা চিন্তা করে শরীয়তপুর জেলার কাগদী গ্রামের বাচ্চু ফৌন্ডেশন এর পক্ষ থেকে ৬০ জন কর্মহীন অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী খাদ্য বিতরণ করা হয়েছে।
২১ মে বৃহস্পতিবার এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের মাঝে চাউল, ডাল, চিনি, সেমাই দুধ, তৈল, বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী ইদ্রিস মুন্সী , সিদ্দিকী মুন্সি, ব্যবসায়ী মিরানা সরদার, রানা সরদার, রিয়াজুল মাদবর প্রমুখ।