প্রকাশ: ২০ মে ২০২০, ২২:৪৫
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুরে ১শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বদ্বীপ।
বদ্বীপ সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম রোকন ইনিউজ৭১কে জানান, মহামারী করোনার কারণে কর্মহীন হয়ে পরা হরিনাথপুর ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডে বদ্বীপ সংগঠনের নিজস্ব অর্থায়নে, ২০ মে বুধবার সকাল ১০ টায় একশত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি। তাদের এই ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, পোলাওর চাল, তেল, পেঁয়াজ, আলু , চিনি, সেমাই ও গুড়াদুধ।
এসময় উপস্থিত ছিলেন বদ্বীপ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম পলাশ, কোষাধ্যক্ষ রাসেদ হোসেন, নির্বাহী সদস্য আতিকুর রহমান মাষ্টার, মোসলেম মাষ্টার, ডাঃ ফখরুল ইসলাম, মুরাদ মাষ্টার, বিল্লাল হোসেন অয়ন, রুবেল হাওলাদার, রেজাউল মুন্সী, রবিন সিকদার, কামাল সিকদার, বিল্লাল তালুকদার।