প্রকাশ: ১১ মে ২০২০, ২০:৩
প্রাণঘাতী ভাইরাস করোনার প্রাদুর্ভাবের মধ্যেই যুক্তরাজ্যে আটকাপড়া ১১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। যাদের অধিকাংশই যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছিলেন।সোমবার সকাল পৌনে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এসব বাংলাদেশিদের নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটি।বিমানবন্দর সূত্রে জানা যায়, যুক্তরাজ্য থেকে আসা সবাই স্বাস্থ্যসনদ নিয়ে ফিরেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।