টাঙ্গাইলের ভূঞাপুরে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছে গ্রামীনব্যাংক গোবিন্দাসী শাখা।আজ সকাল ১০ ঘটিকায় (১১মে) গোবিন্দাসী শাখা থেকে এ ত্রাণ সামগ্রী সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে বিতরণ করা হয়।ত্রাণসামগ্রীর মধ্যে ৩০ কেজি চাল,ডাউল ৪ কেজি,পিঁয়াজ ৪ কেজি,তেল ২ কেজি,আলু ৮ কেজি,লবণ ২ কেজি,সাবান ৪ টি এবং নগদ ৬০০ টাকা করে প্রদান করা হয়।
ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন গ্রামীনব্যাংক ভূঞাপুর এরিয়ার প্রোগ্রাম অফিসার এস.এম আসাদুজ্জামান, গোবিন্দাসী শাখার শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, দ্বিতীয় স্বাক্ষরকারী মো. মোজাম্মেল হক,টাঙ্গাইল যোন ( কর্মচারী সমিতি) সভাপতি শফিকুল ইসলাম,হুমায়ুন কবীর প্রমুখ।উল্লেখ্য,এর আগেও সংগ্রামী সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।