প্রকাশ: ১১ মে ২০২০, ১৮:৯
টাঙ্গাইলের ভূঞাপুরে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছে গ্রামীনব্যাংক গোবিন্দাসী শাখা।আজ সকাল ১০ ঘটিকায় (১১মে) গোবিন্দাসী শাখা থেকে এ ত্রাণ সামগ্রী সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে বিতরণ করা হয়।ত্রাণসামগ্রীর মধ্যে ৩০ কেজি চাল,ডাউল ৪ কেজি,পিঁয়াজ ৪ কেজি,তেল ২ কেজি,আলু ৮ কেজি,লবণ ২ কেজি,সাবান ৪ টি এবং নগদ ৬০০ টাকা করে প্রদান করা হয়।