প্রকাশ: ১১ মে ২০২০, ৬:২৭
ভোলার চরফ্যাসন উপজেলার পৌরসভা ১নং ওয়ার্ডে কুলসুমবাগ এলাকায় ২২ বছর বয়সী এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তার নমুনা পরীক্ষাগারে পাঠানোর পর রবিবার( ১০ মে) নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক ।
চরফ্যাসন উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার এটিই প্রথম ঘটনা বলে নিশ্চিত করেছেন তিনি।
ডা. শোভন বসাক আরো জানান, ওই যুবক গত ৭ মে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে চরফ্যাসন হাসপাতালে আসেন।
এদিকে করোনার উপসর্গ দেখা দেওয়ার পূর্ব পর্যন্ত যুবকের অবস্থান নেওয়া বাড়িটি রবিবার(১০ মে )সন্ধ্যায় উপজেলা প্রশাসন কর্তৃক লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদ।
বর্তমানে আক্রান্ত যুবক ভোলা সদর হাসপাতালে আছেন।