বরিশালের হিজলা উপজেলার পুরাতন হিজলা এলাকায় মেঘনা নদীতে চিংড়ি রেণু পোনা ধরার প্রস্তুতি কালে ৩২ জন জেলেকে আটক করেছে অস্থায়ী নৌপুলিশ ক্যাম্পের সদস্যরা।
নৌপুলিশের ইনচার্জ এস, আই সঞ্জয় কুমার ইনিউজ৭১কে জানান, ৯ মে শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ৩২ জনের একটি দল ট্রলারে এসে পুরাতন হিজলা এলাকায় চিংড়ি রেণু পোনা ধরার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় তাদেরকে নদীতেই আটক করা হয়েছে। আটককৃত সবাই মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর এলাকার স্থানীয় বাসিন্দা। আটকের পর তাদের কাজ থেকে চিংড়ি রেণু পোনা ধরার জন্য ব্যবহৃত ১০ টি প্লাস্টিকের গামলা, ১৫ টি প্লাস্টিকের বালতি এবং ট্রলার জব্দ করা হয়েছে। এরপর এদেরকে মোবাইল কোর্টে হাজির করা হয়েছে।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম এর মোবাইল কোর্টে জেলেরা তাদের অপরাধ স্বীকার করলে, মৎস্য আইনে মোঃ মামুন জমদ্দারকে এক বছরের কারাদণ্ড এবং অপর ৩১ জনের প্রত্যেকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।