টাঙ্গাইলে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ধনবাড়ী উপজেলার একজন, মধুপুর উপজেলার একজন ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ক্লিনার রয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫০ এ দাঁড়ালো।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮১ জনের নমুনা পাঠানো হয় তাদের মধ্যে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্লিনারসহ তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জেলায় সর্বমোট ৮০১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।