প্রকাশ: ৭ মে ২০২০, ৪:৫
বরিশালের হিজলা উপজেলার নদী বেষ্টিত তিনটি ইউনিয়ন মেমানিয়া, হিজলা গৌরব্দী ও ধুলখোলা ইউনিয়নে করোনার কারণে কর্মহীন হয়ে পরা বিএনপির নেতা কর্মি এবং স্বল্প আয়ের দিনমজুরদের মাঝে নিজ অর্থায়নে তৃতীয় ধাপে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন।
৭ মে বৃহস্পতিবার সকাল থেকে তার এই ত্রাণ সহায়তা দুস্থদের কাছে পৌঁছে দিতে হিজলা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী দলের নেতা কর্মিগণ সাহায্য করেছেন।
এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন ইনিউজ৭১কে জানান, মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে, দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় নিজ অর্থায়নে এই দুর্যোগে অসহায় মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া এটা তার তৃতীয় ধাপ চলছে। শুধু হিজলায় নয় মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের অসহায় মানুষের জন্য রয়েছে এই সহায়তা। তার এই ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও পেঁয়াজ। তার নিজ অর্থায়নে দুস্থদের জন্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে। আজকের এই ত্রাণ সহায়তা দুস্থদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে সাহায্য করেছেন মেমানিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ আফসার উদ্দিন হাওলাদার এবং বরিশাল উত্তর জেলার সাবেক ছাত্রদল সেক্রেটারি ফারুক খান। এই ত্রাণ সহায়তা পৌঁছে দিতে যারা নিরলসভাবে তাকে সাহায্য করছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
তিনি আরো জানান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের জরুরী স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু আছে। ফোন কলের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত যে কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তারগণের পরামর্শ নিতে পারবেন যে কেউ।