প্রকাশ: ৭ মে ২০২০, ২৩:৩৪
ভোলার বোরহানউদ্দিন উপজেলার করোনা আক্রান্ত একমাত্র রোগী সুস্থ হয়ে মায়ের কাছে ঘরে ফিরেছেন। ওই রোগী নিজ বাড়ির একটি ঘরে আইসোলেশনে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প. প. কর্মকর্তা ডা. তপতী চৌধুরী জানান, গত ৩০ এপ্রিল প্রথম ও ৬ মে দ্বিতীয়বার করোনা আক্রান্ত শিশুর নমুনার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। ইউএনও মো. বশির গাজী জানান, বোরহানউদ্দিন এখন করোনা মুক্ত। ৮ বাড়ির লকডাউন প্রত্যাহার করা হয়েছে।