করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ দেশে মসজিদে নামাজ আদায় বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে গণজমায়েত এড়াতে মুসল্লিদের বাসায় অজু করে সুন্নত নামাজ পড়ে মসজিদে আসার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এ ছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি ও তাদের আত্মীয়-স্বজনদের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ যেকোনো ধর্মীয় উপাসনালয়ে যেতে নিষেধ করা হয়েছে। কারণ এই জায়গাগুলোতে অনেক মানুষ একত্রিত হয়। ফলে জায়গাগুলো থেকে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।
এদিকে, করোনা সংক্রমণের ভয়কে দূরে ঠেলে দিয়ে আজ শুক্রবার জুমার নামাজ আদায় করতে মসজিদে জড়ো হন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। রাজধানীর মসজিদগুলোতে মানুষের ঢল নামে। নামাজ শেষে করোনা থেকে মুক্তি কামনায় বাংলাদেশসহ বিশ্ববাসীর জন্য দোয়া ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।
আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে মোনাজাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। এ সময় বিশ্ববাসীকে ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তারা। অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৪০৫ জন। এ সংখ্যাটা ক্রমশ বাড়ছে। আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫২ হাজারের বেশি। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৪৩৭ জন এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এক লক্ষ ৩৯ হাজার ৭৯৬ জন।