সখীপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: বুধবার ৬ই মে ২০২০ ০৬:২৭ অপরাহ্ন
সখীপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের সখীপু‌র উপজেলার গজারিয়া ইউনিয়নের আবদুল মা‌লেক (৫০) করোনা উপসর্গ নিয়ে মারা গে‌ছেন। তিনি গতকাল মঙ্গলবার রাতে জ্বর,গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যান। তিনি গত ১৫ দিন আগে মানিকগঞ্জ থেকে নিজ বাড়ি সখীপুর উপজেলার গজারিয়া গ্রামে ফিরেন। করোনা ভাইরাসের সন্দেহে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার দুপুরে তার লাশ দাফন করা হবে।

উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান ব‌লেন, ক‌রোনা উপসর্গ জ্বর গলাব্যাথা ও শ্বাসকষ্ট নি‌য়ে ওই ব্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। রা‌তেই ওই ব্যক্তির প‌রিবা‌রের পাঁচ জ‌নের নমুনা সংগ্রহ ক‌রে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হ‌য়ে‌ছে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা ব‌লেন, মৃত ব্যক্তির প‌রিবা‌রের সদস্য‌দের  বা‌ড়ি‌তেই আই‌সো‌লেশ‌নে রাখা হ‌য়ে‌ছে। তাঁর সংস্পর্শে আসা কয়েকটি দোকান বন্ধ করা হয়েছে। রিপোর্ট পজেটিভ হলে সং‌শ্লিষ্ট বা‌ড়িগু‌লো লকডাউন করা হ‌বে। তি‌নি আরো ব‌লেন, করোনা সন্দেহে ইসলামী ফাউ‌ন্ডেশ‌নের উ‌দ্যো‌গে আজ বুধবার দুপুরে লাশ দাফন করা হ‌বে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব