মানিকগঞ্জ জেলাজুড়ে চলছে লকডাউন। কিন্তু সরকারের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন দোকানপাটে মানুষের উপচে পড়া ভিড়। এসব দোকানে গেলে দেখা যায় করোনা পরিস্থিতেই জমে উঠেছে ঈদের কেনাকাটা।
বুধবার মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের অনন্যা বস্ত্রবিতাণ নামের এক দোকানে রীতিমতো উপচে পড়া ভিড় চোখে পরে। দোকানের কাছে যেতেই ক্রেতাদের আকৃষ্ট করতে দোকারিদের মুখে নতুন নতুন কালেকশনের ফিরিস্তি।
সরকারি নির্দেশনা উপেক্ষা করে বেচাকেনার দৃশ্যের ছবি তুলতে গেলে দোকানদার জানালেন ছবি তুলে কী লাভ? এমনিতেই লোকসানে আছি। কাষ্টমারদের আনাগোনা বাড়ায় তারা কয়েকদিন ধরেই দোকান খোলা রেখছেন।
তিনি জানালেন, শহরে প্রবেশদ্বারে তাদের লোক সেট করা আছে। প্রশাসনের কোন গাড়ি প্রবেশ করার সাথে সাথে মুঠোফোনে জানিয়ে দেয়, ততক্ষণে দোকানের সাটার বন্ধ করে দেন তারা। এমন চিত্র শহীদ রফিক সড়কের অধিকাংশ বিপনী বিতানের। প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে আরও খোলা আছে লাইব্রেরি, মোবাইলের দোকান, জুতার দোকান, কসমেটিকক্স ও কোকারিজের দোকানও।
এব্যপারে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন জানান, মানিকগঞ্জ শহরসহ জেলাজুড়ে লকডাউন চলছে। এছাড়া এখনও বিপনীবিতান, গার্মেন্টস আইটেম, পাদুকা, লাইব্রেরি, কসমেটিক্সসহ বিভিন্ন দোকানপাট খোলার অনুমোতি দেয়নি সরকার।
ইতিমধ্যে শহরে কয়েক দফায় অভিযান চালানো হয়েছে। আবারও এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন দোকান মালিক ঈদের কেনা কাটার আমন্ত্রণ জানিয়ে তাদের ব্যক্তিগত ফেসবুক পেইজে দোকানের নাম ও মোবাইল নাম্বারসহ পোস্ট দিচ্ছেন।
প্রসঙ্গত, এপর্যন্ত মানিকগঞ্জে ২২ জন কোরনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের চারজনই মানিকগঞ্জ পৌরসভার শহীদ রফিক সড়কসংলগ্ন এলাকার বাসিন্দা।