প্রকাশ: ৫ মে ২০২০, ৫:৫৪
কারোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের বিধিনিষেধ অমান্য করে ইফতার পার্টি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী। তিনি ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
তবে তার অনুসারী পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা জানান, ত্রাণ বিতরণের জন্য ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করতে বলেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ডেকেছিলেন তিনি। কিভাবে ত্রাণ বিতরণ করা হবে তা নিয়ে আলোচনা করতে। ইফতারের সময় হয়ে যাওয়ায় সবাইকে ইফতার করিয়েছেন।