প্রকাশ: ৫ মে ২০২০, ২:৭
আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার নরসিংহপুর এলাকার আদিয়াত অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার ৩ শতাধিক শ্রমিক কারখানার মূল ফটকের ভেতরে এ কর্মসুচি পালন করেন।
পরে তারা কারখানার মূল ফটকের ভেতরে প্রবেশ করে লে-অফের প্রতিবাদ এবং কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ শেষে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করার আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব