করোনাভাইরাসে আক্রান্ত দেশের প্রখ্যাত ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে সুস্থ হয়ে উঠেছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে।মঙ্গলবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম নবী তুহিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,‘মুনতাসীর মামুন পুরোপুরি সুস্থ আছেন। তাঁকে আজ সকালে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে।’