বেদে পল্লীতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির এমপি মুকুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৪ঠা মে ২০২০ ০৩:৩৬ অপরাহ্ন
বেদে পল্লীতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির এমপি মুকুল

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডে ছিন্নমূল বেদে পল্লীতে ত্রাণ নিয়ে হাজির হয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুল।

সোমবার দেহিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত তহবিল থেকে করোনার কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র ২০ টি পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন।

ওই সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাল, ডাল, তেল, আলু, চিনি, চিড়া, ছোলা ও সাবান মিলিয়ে একটি প্যাকেজ ওই পরিবারগুলোর মাঝে  বিতরণ করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব