প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১৮:৩৬
সিমিত আকারে পোশাক কারখানা চালু করার ঘোষণার পরে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইকে চড়ে কাঠালবাড়ি ঘাটে এসে ভিড় জমাচ্ছেন। আজ বুধবার সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের চাপ দেখা গেছে। এর মধ্যে গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা লাফিয়ে লাফিয়ে ফেরিতে উঠছেন।
ইনিউজ ৭১/ জি.হা