জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গভীর নলকূপ মালিকদের কাছে চাঁদার চিঠি পৌঁছে দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে ১৫ হাজার টাকা দাবি করে সাত দিনের মধ্যে টাকা না দিলে “ডিপ ও ট্রান্সফরমার উধাও হয়ে যাবে” বলে হুমকি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার আটাপুর ইউনিয়নের উত্তর আটাপুর গ্রামে। গত শনিবার (৪ অক্টোবর) রাতে নলকূপের ঘরের তালা খুলে ভেতরে পাওয়া যায় এ রহস্যজনক চিঠি। চিঠিতে ইংরেজি–বাংলার মিশ্র ভাষায় লেখা ছিল:
“শুধু নিজের লাভের কথা ভাবলে হবে না, আমাদের দিকেও তাকাতে হবে। সাত দিনের মধ্যে টাকা না দিলে ডিপ হাওয়া হবে। টাকা দিবেন ইরহধহপব পে আইডি ৮৯৫৪১৩৩২০–এর মাধ্যমে।”
স্থানীয় গভীর নলকূপের মালিক জাহিদুল ইসলাম জানান, “আমাদের তিনজন মিলে নলকূপটি চালাই। শুক্রবার রাতে পাহারা শেষে সকালে বাড়ি ফিরি, রাতে গিয়ে দেখি দরজার ভেতরে চিঠি পড়ে আছে। এতে ১৫ হাজার টাকা চাওয়া হয়েছে।”
ইউপি সদস্য ও নলকূপের শেয়ার পার্টনার শফিকুল ইসলাম বলেন, “শুধু আমাদের নলকূপেই নয়, আশেপাশের আরও কয়েকটি নলকূপে এমন চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। সামনে আলু মৌসুম, তাই উদ্বেগ বেড়েছে। আজ মঙ্গলবার থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেব।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।