কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতুলি গ্রামের ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে ২ লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে।
জানা গেছে মঙ্গলবার দুপুরে উপজেলার তুলাতুলি গ্রামে র্পূবশক্রতার জের ধরে ওষুধের দোকানে ৮ থেকে ১০ জনের একটি দল হামলা চালিয়ে ভাঙচুর করে ক্যাসের টাকা লুটপাট ও দোকানের মালিক সফিক নামে একজনকে পিটিয়ে আহত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করা হয়। সফিক জানান, স্থানীয় বখাটে রনি, মোহসীন, সাদেক ও জিলানি তাদের কয়েকজন সহযোগী নিয়ে আমার ওষুধের দোকানে হামলা চালায়।