দুই বৃদ্ধা ভিক্ষুকের আমৃত্যু দ্বায়িত্ব নিলেন এমপি মুকুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে এপ্রিল ২০২০ ১১:৪৫ অপরাহ্ন
দুই বৃদ্ধা ভিক্ষুকের আমৃত্যু দ্বায়িত্ব নিলেন এমপি মুকুল

ভোলার বোরহাউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ভিক্ষা করা দুই বৃদ্ধা জোবেদা বেগম ও হনুফা বেগমকে মহিলাকে মায়ের মর্যাদায় আমৃত্যু সকল দায়িত্ব নিয়েছেন ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

সোমবার এমপি আলী আজম মুকুল জানান, ওই দুই মহিলা প্রায়ই আমার কাছে আসত। সাধ্যমত সাহায্য করার চেষ্টা করতাম। এক সময় মনে হল তারাতো আমার মায়ের মতোই। ভিক্ষাবৃত্তি ছেড়ে তাঁরা আমার মায়ের মর্যাদায় থাকবেন। সন্তান হিসেবে তাঁদের অন্ন,বস্ত্র, চিকিৎসার আমৃত্যু দ্বায়িত্ব আমার।

তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া মুজিব বর্ষের সেরা উপহার পাঁকা ঘর অনতিবিলম্ভে ওই দুইজনকে হস্তান্তর করা হয়ছে।


এদিকে বিভিন্ন শ্রেণি পেশার লোক এ ঘটনাকে মানবতার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোষ্ট লক্ষ্য করা গেছে।