প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ২১:৩০
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক নারী স্বাস্থ্যকর্মী (২১)। গত মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি ছুটি নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে ওই নারী স্বাস্থ্যকর্মীকে এলাকাবাসী একটি নির্জন স্থানে পুকুরের মধ্যে তালপাতা দিয়ে ঝুপড়ি ঘর তৈরি করে তার মধ্যে কোয়ারেন্টাইনে রেখেছে। প্রায় এক সপ্তাহ ধরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ওই নারী স্বাস্থ্যকর্মী সেখানে অবস্থান করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লগন্ডা গ্রামে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব