প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১৭:৩১
দেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত তিন জন রোগী শনাক্ত হয়। এরপর থেকে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবশেষ ১২ দিনে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪শ ৪ জন। গড়ে প্রতিদিন ৩৬৭ জন। ৫০ দিনে মোট ৫৪১৬ জন।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, গত ১৪ এপ্রিল একদিনে ২০৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়ে এক হাজার ছাড়ায় রোগীর সংখ্যা। প্রথম ১ হাজার রোগী শনাক্ত হতে লেগেছিল ৩৮ দিন। এরপরে ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চার দিনে আরো এক হাজার রোগী যোগ হয়। সব মিলে ৫০ দিনে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেলো।
ইনিউজ ৭১/ জি.হা