প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০:২৪
করোনাভাইরাসের কারণে দেশের সব আদালত দীর্ঘদিন বন্ধ থাকায় অনলাইনে এবং স্বল্প পরিসরে আদালত পরিচালনা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন আইনজীবীরা। একপক্ষ চাইছেন, আদালত সীমিত পরিসরে ও অনলাইনভিত্তিক শুরু করা যেতে পারে। কিন্তু ভিন্নমত প্রকাশ করে অন্যপক্ষ বলছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এমন ঝুঁকি নেয়া ঠিক হবে না।
২৩ এপ্রিল দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, উদ্ভূত পরিস্থিতিতে কঠোর সামাজিক দূরত্ব বজায় রেখে অতীব জরুরি বিষয়গুলো শুনানির নিমিত্তে ছুটিকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন। ছুটিকালীন হাইকোর্ট বিভাগে বিচারপতি ওবায়দুল হাসান সব অধিক ক্ষেত্রের অতীব জরুরি বিষয়গুলো শুনানির নিমিত্তে হাইকোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন। আদালত পরিচালনার কর্মপন্থা নির্ধারণ এবং কঠোরভাবে সামাজিক দূরত্ব অনুসরণের নিয়ম-কানুনের বিষয়ে বিচারপতিরা প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।