ভোলার বোরহানউদ্দিনে দেশব্যাপী করোনা ভাইরাস বিস্তার রোধে নজিরবিহীণ জনসমাগমহীণভাবে ৪৯ তম মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শহীদ বেদী চত্বরে ওই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
ওই স্থানে সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে জাতিয় পতাকা উত্তোলন করা হয়। ওই সময় পুলিশের একটি স্বল্প পরিসরের দল শসস্ত্র সালাম প্রদর্শণ করে। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী ও ওসি ম. এনামুল হক সালাম গ্রহণ করেন। এরপর শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন মাও. আ. মান্নান। ওই সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।