মাইটিভি’র একাদশ বর্ষে পদার্পণ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে একটি এতিম খানায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় বিলবালিস কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের অধ্যক্ষের কাছে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাইটিভি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি এম অহিদুজ্জামান ডিউক। প্রতিষ্ঠানটিতে প্রায় অর্ধশত গরীব এতিম শিশু রয়েছে।
চেক প্রদান শেষে মাইটিভি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের জন্য দোয়া করেন এতিম শিশুরা। করোনা ভাইরাসের এই মহামারির সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাফেজ কারী সগির আহম্মেদ বাউফলের সকল বিত্তবানদের দুস্থ অসহায় পরিবারগুলোর পাশে দাড়াবার জন্য আহবান জানান। এর আগে মাইটিভি’র পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ পরিবারের মাঝেও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।