আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতা সাগরের মহানুভতা

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ০৫:২০ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতা সাগরের মহানুভতা

করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশে লক ডাউন গোটা বরিশাল। ফলে দিনমজুর খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রেনী ও পেশার মানুষ এখন ঘরমুখী। বন্ধ হয়ে গেছে জেলা-উপজেলার সকল দোকানপাট। রাস্তায় চলাচল করছেনা কোন যানবাহন।

ঠিক এই সময় বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামের আইডিতে জেলার আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের একটি পোস্ট ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। ওই পোস্টে তিনি (সাগর) উল্লেখ করেছেন-গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার যার ঘরে খাবার থাকবে না, সে আমাকে খবর দিন, আপনাদের কাছে পৌঁছে যাবো” নিচে তার ব্যবহৃত ০১৭১২-২০৩২৫৬ মোবাইল নাম্বার দেয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকে অদ্যবধি যেখানে প্রভাবশালী রাজনৈতিক নেতা ও শিল্পপতিদের দেখা মেলেনি, সেখানে ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের এই মহানুভতা সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী ও মাস্ক পৌঁছে দিয়েছেন।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের ভূয়সি প্রশংসা করে বলেন, জেলা ও উপজেলার প্রত্যেক রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিল্পপতিরা তার (সাগর) মতো এগিয়ে আসলে বরিশালের কোন মানুষকে না খেয়ে থাকতে হবেনা।