সিরাজগঞ্জে বজ্রপাতে এক কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক
পারভেজ সরকার স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে এপ্রিল ২০২০ ০৮:৪৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে বজ্রপাতে এক কৃষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। নিহত আইয়ুব আলী (৬০) উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের দারোগ আলীর ছেলে এবং খাদুলী গ্রামে বাসিন্দা।(২৩ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে ভারী বৃষ্টির মধ্যে মাঠের মধ্যে ধানের ক্ষেতে দেখার  সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন হোসেন বলেন,নিহত আইয়ুব আলী বিকালে ভারী বৃষ্টির মধ্যে  ধানক্ষেত দেখার জন্য ঘর থেকে বাহির হয়। এবং মাঠের মধ্যে ধান ক্ষেত দেখতে গেলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তার পরিবারে শোখের ছায়া নেমে এসেছে।

ইনিউজ ৭১/ জি.হা