প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ২৩:৩৩
সরকারি প্রণোদনায় রফতানি খাতের শ্রমিকদের মোবাইল ব্যাংকিংয়ে মজুরি প্রদানের ক্ষেত্রে ক্যাশ আউটে হাজারে ১৮ টাকার বদলে কাটতে হবে ৮ টাকা। আজ বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।এতে বলা হয়েছে সরকারি প্রণোদনায় শ্রমিকদের মোবাইল ব্যাংকিংয়ে মজুরি প্রদানের ক্ষেত্রে ক্যাশ আউটে হাজারে ১৮ টাকার বদলে কাটতে হবে ৮ টাকা। সংশ্লিষ্ট ব্যাংক তাদের কমিশন থেকে ৪ টাকা ও আর সংশ্লিষ্ট শ্রমিকরা দেবেন বাকি ৪ টাকা।