প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০:৪৪
আজ বিকেল ৩ টার সময় হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের মসজিদ মার্কেটের দক্ষিণে পাওয়ার ট্রিলারের চাপায় চরকিং উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এমরান নিহত হয়। নিহত এমরান চরকিং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খবির উদ্দিনের ছেলে।
বোনের বাডি থেকে সাইকেলে নিজ বাড়িতে যাওয়ার সময় উল্লেখিত স্থানে পাওয়ার ট্রিলারের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয়। গাড়িসহ ড্রাইবার পুলিশ আসার পূর্বেই পালিয়ে যায়।
এস আই আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং নিহতের লাশ থানায় নিয়ে যায়।