প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১৭:৭
রাজধানীর কলেজগেটে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলী হোসেন টিটু নামে একজন নিহত হয়েছেন, ডিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানাধীন বসিলার তিনরাস্তা মোড় সংলগ্ন এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (মোহাম্মদপুর জোন) আনিস উদ্দিন জানান, দুইটি এলাকায় ডাকাতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন পাঁচজনকে গত ১২ এপ্রিল গ্রেপ্তার করা হয়। তাদের সোমবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আলী হোসেন টিটুর তথ্য পাওয়া যায়।
ইনিউজ ৭১/ জি.হা