টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি’র এর আহব্বানে সমাজের বৃত্তবানদের সহযোগীতায় করোনার পার্দুভাবে কর্মহীনহয়ে পড়া বীরতারা ইউনিয়নের ৫ শতাধিক গরীব অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল,ডাল, তেল, আলু, সাবান, পেয়াজ ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসকের অনুমতিক্রমে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ও ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা’র উপস্থিতিতে বৃত্তবানদের নগদ অর্থ উত্তোলন করে ত্রান তহবিল গঠন করা হয়। সেই উত্তোলিত ত্রানের টাকা দিয়ে খাদ্যসামগ্রী ক্রয়করা হয়।
গতকাল সোমবার (১৩ এপ্রিল ২০ইং) বীরতারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে তৃতীয় বারের মত শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজুর রহমান, ইউপি সদস্য আনোয়ার হোসেন, আ: সাত্তার, হাফিজুর রহমান, শরীফ, হীরা, মহিলা ইউপি সদস্য সুফিয়া জয়নাল, মোমেনা আলীম কাইনছা প্রমূখ।
বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জানান, করোনা একটি প্রাণঘাতী বৈষ্যিক সমস্যা। এই করোনার পার্দুভাবের কারনে আমাদের দেশের অনেক অসহায় হতদরিদ্র মানুষ কষ্টে দিনপাত চালাচ্ছে। আমি ব্যাক্তিগতভাবে ও ইউনিয়নের মধ্যে বৃত্তবানদের কে মানবতার কল্যাণে কাজের আহব্বান করলে তারা সাড়া দিয়ে সকলে মিলে এপর্যন্ত গরীবদের মাঝে সহযোগীতা করে যাচ্ছি। এসময় তিনি আরো বলেন আমার ইউনিয়নের কোন মানুষ না খেয়ে থাকবে না থাকতেও দিব না। সকল দরিদ্র পরিবারের মাঝে খাবার দিয়ে যাব। এবং কী আমার ইউনিয়নে কোন ভিক্ষুক নেই। ভিক্ষুকদেরকে ১০ টাকা কেজি মূল্যের সরকরের দেওয়া চাল দেওয়া হচ্ছে। আগামীদিনেও গরীব অসহায়দের কে সহযোগীতার এই চেষ্টা আমাদের অব্যহত থাকবে ইনশাল্লাহ।