প্রকাশ: ৯ এপ্রিল ২০২০, ১৬:৬
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের মানুষ নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, “আমি তো দেখছি, সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। গ্রামাঞ্চলে গেলে নির্বাচনের উত্তাপ দেখা যাচ্ছে। আজকেই একটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন প্রসঙ্গে কনফিউশন
রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতিসহ বহুল প্রতীক্ষিত ‘জুলাই সনদ’ স্বাক্ষরের তারিখ চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামী ১৫ অক্টোবর রাজনৈতিক দলগুলো এই সনদে স্বাক্ষর করবে। ঐতিহাসিক অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ও বাস্তবায়নের বিষয়গুলো চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়। বৈঠকে কমিশনের
যুক্তরাজ্যের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সংক্রান্ত ১০টি বিশেষ নির্দেশনা দেশের সব বিমানবন্দরের প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর অধীনে হওয়া সব মামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুযায়ী, ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের
নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে ব্যয় সাশ্রয় হবে এবং প্রশাসনিকভাবে সেটি সম্পূর্ণ সম্ভব। বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজন করলে ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনের সময়সূচিতে কোনো প্রভাব পড়বে না।” তিনি জানান, একইদিনে দুই ধরনের ভোট পরিচালনা করার সক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। এতে শুধু ভোটকক্ষ ও কেন্দ্র