নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে ব্যয় সাশ্রয় হবে এবং প্রশাসনিকভাবে সেটি সম্পূর্ণ সম্ভব।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজন করলে ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনের সময়সূচিতে কোনো প্রভাব পড়বে না।”
তিনি জানান, একইদিনে দুই ধরনের ভোট পরিচালনা করার সক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। এতে শুধু ভোটকক্ষ ও কেন্দ্র কিছু বাড়াতে হতে পারে, তবে আইনগত কোনো জটিলতা নেই।
ইসি আবদুর রহমানেল মাছউদ বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন হলে তা হবে জনগণের মতামতের প্রতিফলন।”
তিনি আরও যোগ করেন, “গণভোটে মূলত জুলাই সনদের ধারা নিয়ে জনগণের মতামত যাচাই করা হবে—পক্ষে না বিপক্ষে। তবে পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক ঐকমত্যের ওপর নির্ভরশীল। সরকার চাইলে গণভোটের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে গণভোট আয়োজন একটি নতুন দৃষ্টান্ত তৈরি করবে। তবে এর জন্য প্রয়োজন সুষ্ঠু সমন্বয়, আইনগত প্রস্তুতি ও দলগুলোর ঐকমত্য।