রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক সংগঠন "হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের" উদ্যোগে ছানু প্রামানিক ও মোতালেব শেখ নামে অসহায় দু'জনের হাতে দুটি নতুন নতুন ব্যাটারি চালিত রিক্সা উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) জম্মা নামাজের পর দৌলতদিয়া যদু ফকির পাড়া আল-তোরাপ জামে মসজিদের সামনে রিক্সা দুটি তাদের হাতে তুলে দেওয়া হয়। অসহায় ছানু প্রামানিক দৌলতদিয়া সোনাউল্লাহ ফকির পাড়া এবং মোতালেপ শেখ পৌরসভার দেওয়ান পাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, আধুনিক যুগে বসবাস করেও এখনো এই দুজন ভাড়ায় চালিত প্যাডেল রিক্সা চালাতেন।
রিক্সা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেস্টা মোঃ সেলিম শেখ, মোঃ সুলতান মোল্লাসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
অসহায় রিক্সা চালক দুজন বলেন, প্যাডেল চালিত রিক্সা চালিয়ে খুব কষ্টে জীবন চলছিল। পায়ে চালানো রিক্সায় কেউ উঠতে চায় না। এজন্য আমাদের আয়ও ছিল অনেক কম। কয়েকদিন আগে হোসাইন ভাই বিদেশ থেকে যখন বাড়ি আসে তখন আমরা কার কাছে আমাদের অসুবিধার কথা বলা মাত্রাই তিনি আমাদের এই দুটি রিক্সা বানিয়ে দিয়েছেন। তারা আরো বলেন, হোসাইন ভাই আমাদের যে সহযোগিতা করেছে তা আমরা কোনদিন ভুলব না। এখন আমাদের আর অভাব থাকবে না।
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেস্টা মোঃ সুলতান মোল্লা জানান, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইনের আর্থিক সহায়তা ও দিকনির্দেশনায় সংগঠনটি আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি নানাভাবে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে।
তিনি আরো বলেন, অসহায় দু'জনের নিজের কোনো রিক্সা ছিল না। ভাড়ায় রিক্সা চালিয়ে যা আয় করতেন, তা দিয়ে তাদের সংসার চালানো কঠিন হতো। তাই আমরা তাদের সংগঠনের পক্ষ হতে দুটি নতুন রিক্সা কিনে দিয়েছি। এখন থেকে তারা যা আয় করবে সব নিজেদের কাজে ব্যয় করবে।
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকালীন উপদেষ্টা মোঃ সেলিম শেখ জানান, আমাদের পারিবারিক সংগঠন ও আমার ছোট ভাই সৌদি প্রবাসী হোসাইন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করে। আর সেই চেষ্টা থেকেই আমরা বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে থাকি। এর আগেও আমরা দুর্যোগকালীন সময়ে মানুষকে সহযোগিতা করেছি। ঈদের সময়ে ঈদ সামগ্রী উপহার দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ দুজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। এর আগেও আমরা বেশ কয়েকজন অসহায় মানুষের মাঝে রিক্সা উপহার দিয়েছি।
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জনগণ এমনকি এলাকাবাসীসহ উপজেলা ব্যাপী প্রশংশিত হয়েছে। উপস্থিত সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা অসহায় ও দরিদ্র মানুষের পাশে সবসময় থাকবেন।