প্রকাশ: ৯ এপ্রিল ২০২০, ১৬:০
ভোলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাসের কারণে কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের খাদ্য সহায়তা দেয়ার জন্য "মানবতার ঘর" নামের একটি ব্যতিক্রমী কর্মসূচীর উদ্যোগ নিয়েছে এলাকার কিছু তরুণ উদ্যোক্তা। বুধবার উপজেলার মানিকার হাটে খাদ্যসামগ্রী রেখে তা বিতরণের মাধ্যমে ওই কর্মসূচীর শুরু হয়। মানিকার হাটে "মানবতার ঘর" এর নির্ধারিত ঘরে যে কেউ খাদ্যসামগ্রী রাখতে পারবে এবং হতদরিদ্র যে কেউ ওই স্থান থেকে নিয়ে যেতে পারবেন।
উদ্যোক্তারা জানান, দরিদ্রদের খাদ্য সহায়তা দিতে খাদ্য সামগ্রী কোন বাড়িতে নয়, রাখা হয়েছে একটি নির্দিষ্ট ঘরে। ওই স্থানে রাখা খাদ্যসামগ্রী যেকোন হতদরিদ্র লোক নিয়ে যেতে পারবেন। বুধবার সরেজমিনে কয়েকজন দরিদ্র লোককে মানবতার ঘর থেকে খাদ্যসামগ্রী নিতে দেখা গেছে।