করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুলিশের কড়াকড়ির পরও ঢাকার প্রবেশমুখগুলোতে চোখে পড়েছে মানুষের চাপ। নানা অজুহাতে গাড়ি নিয়ে অনেকে ঢাকায় ঢুকছেন কিংবা বের হচ্ছেন। আগের চেয়ে সচেতনতা বেড়েছে জানিয়ে পুলিশ বলছে, প্রয়োজনে তারা আরো কঠোর হবেন। রাজধানীতে গাড়ির সারি দেখে বোঝার উপায় নেই রাজধানীতে ঢোকা ও বের হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।
কেউ বলছেন অফিসে যাচ্ছি, কেউ গাড়ি নিয়ে বের হয়েছেন বাজার করতে। ট্রাকে করেও ঢাকা থেকে বেরিয়ে যেতে দেখা যায় অনেককে। তবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কঠোর নজরদারির কারণে স্বাস্থ্যসেবায় নিয়োজিতসহ জরুরি কাজ ছাড়া বের হওয়া প্রায় সবাইকে ফিরে যেতে হয়েছে।
কর্মরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, অপ্রয়োজনীয় মানুষ আসলে আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি। তবে রাজধানীর অপর প্রান্ত কাঁচপুর ব্রিজ এলাকায় ঢাকা প্রবেশ ও বের হওয়া বন্ধে আইন শৃঙ্খলাবাহিনীর অবস্থান ছিল অনেকটাই ঢিলেঢালা।
আরেকজন পুলিশ জানান, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা খুব কঠোর অবস্থানে রয়েছি। প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবে না, ঢুকতেও পারবে না। এদিনও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং সড়ক জীবানুমুক্ত করতে গুলশানসহ নগরীর বিভিন্ন স্থানে কাজ করেছে সেনা ও নৌ বাহিনী।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।