পটুয়াখালীতে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ২২শে এপ্রিল ২০২০ ১২:৪৪ অপরাহ্ন
পটুয়াখালীতে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দুমকিতে করোনায় আক্রান্ত হয়ে নিহত দুলাল চৌকিদারের চিকিৎসা প্রদানকারী এমবিবিএস ডাক্তারের স্ত্রী। জেলা সিভিল সার্জন ডা. জাহাংগীর আলম বিষয়টা নিশ্চিত করেছেন। এটা নিয়ে দুমকি উপজেলা ৩ জনসহ পটুয়াখালী জেলায় এপর্যন্ত ১১ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হল। এর মধ্যে দুলাল চৌকিদার মারা গেছে।   

সিভিল সার্জন জানান, গত ২০শে এপ্রিল ওই স্বাস্থ্যকর্মীর দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিলো। দ্বিতীয় বারের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।  মঙ্গলবার রাত ১১ টায় রিপোর্ট এসে পৌছায়। নতুন আক্রান্ত নারী স্বাস্থকর্মীকে নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসা দেয়া হবে।  গত ১১ই এপ্রিল হোম কোয়ারেন্টাইনে থাকা ওই স্বাস্থ্যকর্মীসহ দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তখন তার রিপোর্ট নেগেটিভ এসেছিল। 

ইনিউজ ৭১/ জি.হা