গোপালপুর থানা পুলিশের উদ্যোগে জীবাণুনাশক তরল পদার্থ স্প্রে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩১শে মার্চ ২০২০ ০১:২১ অপরাহ্ন
গোপালপুর থানা পুলিশের উদ্যোগে জীবাণুনাশক তরল পদার্থ স্প্রে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও মাইক নিয়ে মাধ্যমে, করোনা ভাইরাস সের  সচেতনতামূলক প্রচারণা, টাঙ্গাইলের গোপালপুর থানার উদ্যোগে, মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি এর সহযোগিতায়। গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নবাসীর দাবীর প্রেক্ষিতে, গোপালপুর থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান সাহেবের আন্তরিক প্রচেষ্টায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাকা সড়ক ও জনবহুল বাজার এলাকায়,

জীবাণুনাশক তরল পদার্থ স্প্রে করণ কর্মসূচী বাস্তবায়ন করছে, গোপালপুর থানা পুলিশ বাহিনী।২৭ মার্চ রাতে রাত থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে, ধোপাকান্দি ইউনিয়নের বিভিন্ন সড়কপথ, ভুটিয়া ও সাজানপুরসহ বেশকিছু বাজারে এ জীবাণুনাশক তরল স্প্রে করা হয়। পর্যাক্রমে এ কর্মসূচী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়ন করা হবে।নয় আতঙ্ক-নয় ভয়, সচেতনতায় হোক করোনাভাইরাস জয়"।

ইনিউজ ৭১/ জি.হা