প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ২৩:১০
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এখনো দুইজন নিখোঁজ রয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ভুঞাপুরে বঙ্গবন্ধু সেতুর কাছে নৌকা ডুবির ঘটনা ঘটে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে উদ্ধার অভিযান নামে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ওয়ালিফা (২২) নামের এক গার্মেন্টসককর্মী নারীর মরদেহ উদ্ধার করে তারা। তার পিতার নাম তফিজ উদ্দিন। বাড়ি মধ্য দিঘলকান্দি, সোনাতলা, বগুড়া।সে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকুরি করত।