ইনিউজে লাইফে সংবাদ প্রকাশের পর বেদেদেরকে চাউল দিল রোভিয়া বেগম

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ১৭ই এপ্রিল ২০২০ ০৮:১৬ অপরাহ্ন
ইনিউজে লাইফে সংবাদ প্রকাশের পর বেদেদেরকে চাউল দিল রোভিয়া বেগম

ই-নিউজ অনলাইন প্যাজের লাইফে সংবাদ প্রকাশের পর বেদে  সম্প্রদায়ের দশ পরিবারের মাঝে চাউল দিল সরাইলের বিশিষ্ট ঠিকানার  মোঃ শফিকুল ইসলাম খন্দকার সেলু'র বড় বোন রোভিয়া বেগম।বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) ব্রাক্ষণবাড়িয়া জেলার সদর উপজেলায়  কুমিল্লা- সিলেট মহাসড়কের পুর্ব পাশে বেতবাড়িয়া নামক স্হানে বেদে সম্প্রদায় করোনায় কর্মহীন হয়ে পরাই খেয়ে না খেয়া দিন- রাত কাটে এ খবর পেয়ে দশ পরিবারের মাঝে চাউল তোলে দিলেন সরাইল উপজেলার সৈয়দ টুলা গ্রামের বিশিষ্ট ঠিকাদার মোঃ শফিকুল ইসলাম সেলু'র বোন বোভিয়া বেগম।

আজ দুপুরে ই-নিউজ প্যাজে লাইফে বেদে সম্প্রদায়ের করোনায় কর্মহীন হয়ে না খেয়ে আছেন ই-নিউজের লাইফে সরাসরি দেখে সন্ধ্যায় চাউল দিলেন মোছাঃ রোভিয়া বেগম বলেন,খবর পেয়ে আমি বেদে সম্প্রদায়ের দশ পরিবারের জন্য চাউল পাঠিয়ে দিয়েছি। এসময় তিনি মোবাইল  ফোনে এ প্রতিনিধিকে জানান,মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পাই বেদে পরিবারের মানুষ না খেয়ে বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছেন। তখন আর নিজকে মানাতে পারলাম না। বেদে পরিবারের সবার জন্য চাউল পাঠিয়েছি। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকলকেই এ দুর্যোগে কর্মহীন মানুষের পাশে আসার আহ্বান জানান। এমন করে সমাজের দুঃখি মানুষের  কথা প্রচার করতে হবে।

ইনিউজ ৭১/ জি.হা