দৃশ্যমান হলো পদ্মা সেতুর ১৩৫০মিটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২২শে মার্চ ২০১৯ ১২:৫১ অপরাহ্ন
দৃশ্যমান হলো পদ্মা সেতুর ১৩৫০মিটার

পদ্মা সেতুর ৯ম স্প্যানজেলার জাজিরা প্রান্তের নাওডোবায় আজ শুক্রবার সকাল ৮ টায় সেতুর ৩৪ ও ৩৫ নং পিলারের উপর ৯ম স্প্যান বসানোর মধ্যদিয়ে দৃশ্যমান হলো ১৩৫০ মিটারমধ্যদিয়ে স্বপ্নের পদ্মা সেতু আরও এক ধাপ এগুলো বাস্তবতার দিকে।উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার স্প্যানটি বসানোর কথা থাকলেও ক্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে তা আজ শুক্রবার বসানো হলো। জানা গেছে, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে (সুপার স্ট্রাকচার) ‘৬ডি’ ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে বুধবার জাজিরার নাওডোবায় পৌঁছায় তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ক্রেন ‘তিয়ান ই’।

এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান, ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান, ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর চতুর্থ স্প্যান, ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পঞ্চম স্প্যান, ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ষষ্ঠ স্প্যান ও সবশেষ গত ২০ ফেব্রুয়ারি ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর সপ্তম স্প্যান বসানো হয়।
পদ্মাসেতুর দু’পাড়ে গড়ে উঠবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র, শিল্পায়নসহ আধুনিক শহর। শ্রমজীবি মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে অর্থনৈতিক উন্নয়নের পথে।