আগৈলঝাড়ায় শিশুদের জন্য নির্মিত হচ্ছে স্কুল ভবন

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: শনিবার ৩০শে মার্চ ২০১৯ ০৬:১২ অপরাহ্ন
আগৈলঝাড়ায় শিশুদের জন্য নির্মিত হচ্ছে স্কুল ভবন

আগৈলঝাড়ায় শিশু শিক্ষার্থীদের জন্য নতুন স্কুল ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ওই স্কুল ভবন নির্মান কাজের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, বিদ্যালয়ের এসএমসি সভাপতি বরুন কুমার বাড়ৈ, প্রধান শিক্ষক মমতা রানী বিশ্বাস, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আবদুল্লাহ লিটন, ঘোড়াশাল সারকারখানার ম্যানেজার নলিনী কুমার বাড়ৈ প্রমুখ। 

উন্নয়ন কাজের উদ্বোধন পূর্বক বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এলজিইডি বিভাগের উদ্যেগে ৫৩ লাখ টাকা ব্যায়ে উপজেলার গৈলা ইউনিয়নের নোনা পুকুরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের সমস্যা সমাধানের জন্য চার কক্ষ বিশিষ্ঠ একতলা ওই ভবন নির্মানে কার্যাদেশ প্রদান করা হয়েছে সরদার এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব