সখিপুরে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৮ই এপ্রিল ২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
সখিপুরে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

শরীয়তপুর ভেদরগঞ্জের সখিপুর থানার আরশি নগর ইউনিয়নে মসজিদের টাকা নিয়ে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত হাজী কান্দি হাজী বাড়ী জামে মসজিদের ওযু খানা নির্মানের ৫০,০০০ টাকা স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বশীর সরদার ও ৩৮ নং চর মহিষখালী সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল সরদার ভুয়া কমিটি করে মসজিদের টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেছে উপজেলা নির্বাহী অফিসার বরাবর। অপরদিকে ঐ ব্যাক্তিরা বলছে, মসজিদ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত চুড়ান্ত না হওয়ায় মসজিদের ওযুখানা নির্মান কাজ বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় ভাবে জানা যায়, নির্বাচনের আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে হাজী বাড়ি জামে মসজিদের ওযু খানা নির্মানের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। দীর্ঘ সময় পার হলেও মসজিদের ওযুখানা নির্মান কাজ এখনো করা হয়নি। এ মসজিদ ঘিরে দুটি পক্ষ কাজ করছে। আর এ দুই গ্রুপের মধ্যেই বাপক উত্তেজনা চলছে। মসজিদ কমিটির সভাপতি হাবিবউল্যাহ সরদার অভিযোগ করে বলেন, মসজিদের জন্য বরাদ্দকৃত টাকা আমাদের অজান্তেই স্থানীয় শিক্ষক সোহেল মিয়া এবং বশির সরদার একটি ভুয়া কমিটি করে উত্তোলন করেছে। ঐ টাকার কোন হদিস আমরা পাইনি আর কোন প্রকার কাজও করেনি তারা। অথচ মসজিদ প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি এ মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। কোন মুসল্লিও এ টাকার বিষয়ে জানেনা।

কিন্তু নতুন কমিটির সদস্য সচিব বশির সরদার বলেন, কিছুদিন আগে সবাইকে অবগত করে আমরা একটি নির্মান কমিটি করেছি। ইসলামিক ফাউন্ডেশনের বরাদ্দ ঐ নির্মান কমিটির নামে দেয়া হয়েছে। আমরা এ কয়দিনে ওযু খানার কাজ সেরে ফেলতাম। কিন্তু মসজিদটি অন্য জায়গায় সরানো হবে বলে কথা চলছে। চুড়ান্ত সিদ্ধান্ত হলেই আমরা কাজ শুরু করবো। এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, আগামী ১০ তারিখ উভয় পক্ষকে ডেকেছি। বিষয়টি দুই পক্ষ থেকে শুনে তারপর বিস্তারিত বলতে পারবো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব