বোরহানউদ্দিনে পৌরসভার বিজয় ফোয়ারা ও সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৭ই মার্চ ২০২০ ১০:৫৪ অপরাহ্ন
বোরহানউদ্দিনে পৌরসভার বিজয় ফোয়ারা ও সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন এমপি

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার নবনির্মিত দৃষ্টি নন্দন বিজয় ফোয়ারা, সম্প্রসাররিত ত্রিতল ভবন, প্রধান ফটক ও পৌরসভা চত্বর উদ্বোধন করেছেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের এমপি আলী আজম মুকুল। তিনি মঙ্গলবার রাত ৮ টার দিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ওই উন্নয়ন কাজ উদ্বোধন করেন।

ওই সময় অনারম্ভর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, এ উন্নয়ন কাজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে পৌরবাসীর জন্য সেরা উপহার। পৌর মেয়র মো. রফিকুল ইসলামকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বর্তমান মেয়র  এ পৌরসভার দায়িত্ব নেয়ার সময় পৌরসভা দ্বিতীয় শ্রেণির পৌরসভা ছিল। তার সাথে দেনার পরিমান ছিল প্রায় অর্ধ কেটি টাকা। ওই দেনা পরিশোধের পর সরকারের সব শর্ত পূরণ করে  পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছেন। দেশের সেরা দশ পৌরসভার মধ্যে আজ এ পৌরসভা। ওই সময় তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শণ ধারণ করে সকলের প্রতি আহবান জানান। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ. পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও এলাকার সুধী সমাজ উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব