নানা আয়োজনের মধ্যে দিয়ে ভোলার দৌলতখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৭মার্চ) উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুৃর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এদিকে ওইদিন বেলা সাড়ে ১১ টায় ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে কলেজ (ভারপাপ্ত) অধ্যক্ষ শ.ম ফারুকের সভাপতিত্বে এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মুকুল।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু প্রমূখ। এরপর দুপুরে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করেন এমপি মুকুল।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।