হিজলার কুঞ্জপট্টিতে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৭ই মার্চ ২০২০ ০১:৫৯ অপরাহ্ন
হিজলার কুঞ্জপট্টিতে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের কুঞ্জপট্টি আশ্রয়ন প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকায় নদী থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে হিজলা থানার পুলিশ সদস্যরা।হিজলা থানার এস,আই মোঃ মনিরুজ্জামান তালুকদার "ইনিউজ৭১" কে জানান, ১৫ মার্চ রবিবার ধুলখোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌকিদার মোঃ ইউসুফ আলী, মোবাইল ফোনের মাধ্যমে নারীর মৃতদেহের ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ(ওসি ) অসীম কুমার সিকদারকে জানায়। ওসি'র নির্দেশে তিনি এবং ২ জন পুরুষ ও ১ জন মহিলা পুলিশ সদস্য নিয়ে বিকেল সাড়ে ৪ টার সময় ঘটনার স্থানে পৌছান।

সেখানে গিয়ে তারা অজ্ঞাত এক নারীর মৃতদেহ উপুড় অবস্থায় দেখতে পান। পরে মহিলা পুলিশ সদস্য সুবর্না আক্তারের সহায়তায় মৃতদেহের সুরাতহাল প্রস্তুত করেন। এসময় তারা মৃতদেহের গলাকাটা সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দ্বারা আঘাতের চিহ্ন দেখতে পান। তিনি ধারণা করছেন যে, ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখমের পর হত্যা করে দেহটি গোপন করার জন্য মেঘনা নদীতে ফেলে দেয়া হয়েছে। পরে মৃতদেহ ভেসে উঠলে পানির স্রোতে ঘটনার স্থানে চরে এসে আটকে যায়। মৃতদেহের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।এদিকে এস,আই মোঃ মনিরুজ্জামান নিজে বাদি হয়ে উল্লেখিত ঘটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/২০১/৩৪ধারায় হিজলা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

ইনিউজ ৭১/ জি.হা