রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করতে দেবো না: রিজভী

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০২৪ ১১:২২ পূর্বাহ্ন
রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করতে দেবো না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, আর সেই স্বাধীনতা আমরা বিক্রি করব না। পিন্ডির কাছ থেকে আমরা এই স্বাধীনতা ছিনিয়ে এনেছি, তাই দিল্লির কাছে আত্মসমর্পণ করতে দেবো না।” 


বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজিত লংমার্চের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। 


রিজভী আরো বলেন, “আজকের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী যখন ভারতের সাম্প্রদায়িক সরকারকে সমর্থন দিয়ে আসছে, তখন তারা যেন মনে রাখে, তারা এক ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য এই সমর্থন দিয়েছে।” তিনি ভারত সরকারের উদ্দেশ্যে বলেন, “তোমরা যদি বাংলাদেশের মানুষের রক্তের দাম না বোঝো, তবে তোমাদের অশুভ শাসনের পরিণতি যে শুভ হবে না, সেটি বুঝতে হবে।” 


রুহুল কবির রিজভী জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আজকের লংমার্চ হচ্ছে আমাদের স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আমরা যারা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হলো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা।” 


তিনি আরো বলেন, “আজকের এই গণতান্ত্রিক আন্দোলন দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষার আন্দোলন। আমাদের সংগ্রাম কখনো বৃথা যাবে না, কারণ স্বাধীনতা কখনো অনধিকারীদের হাতে যেতে দেওয়া যায় না।” 


এদিনের লংমার্চে হাজারো নেতাকর্মী অংশ নেন এবং দেশব্যাপী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।