সকাল থেকে রকেট মেম্বার হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল সরাইলের রাজপথ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিলে আর স্লোগান দিতে থাকে উপজেলার প্রতিবাদী মানুষ । সাবেক ইউপি মেম্বার আবু বকর ছিদ্দিক (রকেট মেম্বার)'র খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার(২৪ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়কে মিছিল বের করে, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন,সাবেক ইঅপি চেয়ারম্যান মোঃ ইদ্রিছ আলীর, প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, এম এ মজিদ বক্স সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, জেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাজী রফিকুল ইসলাম, নিহত রকেট মেম্বার ছেলে শাহনেওযাজ রনি, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজার, সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা হুমায়ূন কবির, আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল হোসেন, জাপা নেতা প্রভাষক জিয়াউর রহমান লাভলু, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবু, ইসলামী ঐক্যজোট নেতা মো: সুমন মিয়া, মোঃ সোনা মিয়া,মোঃ ইউনুছ মিয়া প্রমুখ।
পরে রকেট মেম্বার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাজহারুল ইসলাম।উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারী সন্ধা সাড়ে ৭টায় সরাইল উপজেলা সদরের প্রাত:বাজারে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার আবু বকর ছিদ্দিক প্রকাশ রকেট মেম্বারকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরদিন ১৪ফেব্রুয়ারী নিহত রকেট মেম্বার এর পুত্র শাহনেওযাজ রনি বাদী হয়ে ২২জনের নামে ও অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সরাইল থানা পুলিশ উক্ত মামলার এজহারভুক্ত ১৬জনসহ মোট ১৭জনকে গ্রেফতার করেছেন বলে সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।